বাংলাদেশ বেতার , ঢাকা শুনতে থাকুন সবখানে সবসময়
বাংলাদেশ বেতার, বান্দরবান কেন্দ্র একটি মিডিয়াম ওয়েভ ট্রান্সমিটারের মাধ্যমে প্রতিদিন ৫ ঘণ্টা অনুষ্ঠান প্রচার করে। শিক্ষা, স্বাস্থ্য, গণশিক্ষা, শিশু ও নারী, ক্রীড়া, গান, নাটকসহ বিভিন্ন অনুষ্ঠান প্রচারের পাশাপাশি জাতীয় সংবাদ ও নিজস্ব ৫ মিনিটের একটি আঞ্চলিক সংবাদ বাংলায় প্রচারিত হয় এ কেন্দ্র থেকে। উল্লেখযোগ্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে পর্যটন শিল্প নিয়ে বিশেষ অনুষ্ঠান-‘নন্দন, উপজাতীয় জনগোষ্ঠীর জীবন ও উন্নয়ন নিয়ে অনুষ্ঠান-‘শঙ্খপাড়ের জীবন’, ইত্যাদি । মিটার ব্যান্ড- ১০ কিলোওয়াট মধ্যম তরঙ্গ, ১৪৩১ কিলোহার্জ। বাংলাদেশ বেতার, বান্দরবান কেন্দ্রটি আনুষ্ঠানিক ভাবে ১১ অক্টোবর ২০০৬ তারিখে কেন্দ্রটির কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ বেতার, বান্দরবান কে›ন্দ্রটি বর্তমানে ৫ ঘণ্টার অনুষ্ঠান প্রচার করে থাকে। বর্তমানে ৫ মিনিটের স্থানীয় বাংলা সংবাদ প্রচার করে থাকে। উপজাতীয় ভাষায় বিভিন্ন রকম অনুষ্ঠান প্রচার করা হয়ে থাকে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম থেকে প্রচারিত চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষায় উপজাতীয সংবাদ এ কেন্দ্র থেকে রীলে করা হয়।