বাংলাদেশ বেতার , ঢাকা শুনতে থাকুন সবখানে সবসময়
বাংলাদেশ বেতার, রাজশাহী কেন্দ্র দু’টি মধ্যম তরঙ্গ এবং দু’টি এফএম ট্রান্সমিটারের মাধ্যমে প্রতিদিন ২৩ ঘণ্টা ২০ মিনিট অনুষ্ঠান প্রচার করছে। শিক্ষা, স্বাস্থ্য, গণশিক্ষা, শিশু ও নারী, ক্রীড়া, গান, নাটকসহ বিভিন্ন বিষয়ে অনুষ্ঠান প্রচারের পাশাপাশি প্রতি ঘণ্টার জাতীয় সংবাদ ও ৩টি নিজস্ব স্থানীয় সংবাদ প্রচারিত হয় এ কেন্দ্র থেকে। এ কেন্দ্রের বিশেষ বিশেষ অনুষ্ঠানসমূহ হলো প্রাত্যহিক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান ‘স্পন্দন’, কৃষিজীবিদের অনুষ্ঠান ‘সবুজ বাংলা’, নারী ও শিশু উন্নয়ন বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ‘জীবন জীবনের জন্য’, ইত্যাদি । মিটার ব্যান্ড - ১০০ কিলোওয়াট মধ্যম তরঙ্গ, ৮৪৬ কিলোহার্জ; ১০ কিলোওয়াট মধ্যম তরঙ্গ, ১০৮০ কিলোহার্জ; এফএম ১০৪ মেগাহার্জে রাজশাহী কেন্দ্রের অনুষ্ঠান এবং এফএম ১০৫ মেগাহার্জে বিবিসি, ডয়েচে ভেলে, এন এইচ কে অনুষ্ঠান প্রচার করা হয়। বাংলাদেশ বেতার, রাজশাহীর প্রথম কার্যক্রম চালু হয় ১৯৫৪ সালে মোবাইল ভ্যানের মাধ্যমে। ১৯৬২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মতিহারে ১০ কিলোওয়াট মিডিয়াম ওয়েভ ট্রান্সমিটার স্থাপনের পর ১৯৬৩ সালের ১ মার্চ তারিখ থেকে ২ ঘণ্টার অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বরে প্রচারভবন কাজিরহাটা থেকে নিয়মিত অনুষ্ঠান প্রচার শুরু হয়। বাংলাদেশ বেতার, রাজশাহী কেন্দ্রটি বর্তমানে রাহশাহী অঞ্চলের সাহিত্য, সংস্কৃতি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার বিষয়ক কর্মকান্ড প্রচার করে থাকে। নিজস্ব অনুষ্ঠান ছাড়াও ঢাকা থেকে জাতীয় অনুষ্ঠান রিলে করে থাকে। বর্তমানে এ কেন্দ্রটি মিডিয়াম ওয়েভে ১৪ ঘণ্টা ৪০ মিনিটের অনুষ্ঠান (মধ্যম তরঙ্গ) ও খবর প্রচার করে থাকে এবং এফএম ব্যান্ডে ২ ঘন্টা বিবিসি ও ১ ঘন্টার ডয়েচে ভ্যালের অনুষ্ঠানসহ সর্বমোট ২৫ ঘন্টা ২০ মিনিট অনুষ্ঠান সম্প্রচারিত হয়।