বাংলাদেশ বেতার , ঢাকা শুনতে থাকুন সবখানে সবসময়
বাংলাদেশ বেতার, রাঙ্গামাটি কেন্দ্র একটি মিডিয়াম ওয়েভ ট্রান্সমিটারের মাধ্যমে প্রতিদিন ৫ ঘণ্টা অনুষ্ঠান প্রচার করছে। শিক্ষা, স্বাস্থ্য, গণশিক্ষা, শিশু ও নারী, ক্রীড়া, গান, নাটকসহ বিভিন্ন বিষয়ে অনুষ্ঠান প্রচারের পাশাপাশি জাতীয় সংবাদ ও নিজস্ব ৫ মিনিটের একটি আঞ্চলিক সংবাদ বাংলায় প্রচারিত হয় এ কেন্দ্র থেকে। উল্লেখযোগ্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে, ম্যাগাজিন অনুষ্ঠান-‘গিরিসম্ভার’, লোক-সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান-‘ঢোলক’ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠান-‘অহংকারে চির জাগ্রত’। মিটার ব্যান্ড - ১০ কিলোওয়াট মধ্যম তরঙ্গ, ১১৬১ কিলোহার্জ। ১৯৭৮ সালের ২৭ নভেম্বর তারিখে ১ কিঃওঃ ক্ষমতার মিডিয়াম ওয়েভ ট্রান্সমিটার উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ বেতার, রাঙ্গামাটি কেন্দ্রের যাত্রা শুরু হয়। ১০ কিঃ ওঃ প্রেরণ কেন্দ্রের প্রথম সম্প্রচার কার্যক্রম শুরু হয় ১৬ আগস্ট ১৯৯২ সালে। ১৯৯৮ সালের ১৬ মে সর্বপ্রথম এ কেন্দ্র থেকে নিজস্ব অনুষ্ঠান প্রচার শুরু হয়। এ কেন্দ্র থেকে প্রতিদিন ৫ ঘন্টার নিয়মিত অনুষ্ঠান প্রচার করা হযে থাকে। ২৫ মিঃ ঢাকা কেন্দ্রের, ১৫ মিঃ চট্টগ্রাম কেন্দ্রের উপজাতীয় সংবাদ (চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষায়) রীলে এবং ৫মিঃ স্থানীয় বাংলা সংবাদ প্রচারিত হয়। স্থানীয় অনুষ্ঠানে উপজাতীয় অনুষ্ঠান ছাড়াও শিক্ষা, তথ্য, স্বাস্থ্য, কৃষি, জনসংখ্যা নিয়ন্ত্রণ, শিশু ও নারী উন্নয়ন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি, মুক্তিযুদ্ধ, খেলাধুলা ও পরিবেশ বিষয়ে বিভিন্ন আঙ্গিকের অনুষ্ঠান প্রচার করা হয়। এ ছাড়া, প্রতিদিন বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করা হয়ে থাকে।