বাংলাদেশ বেতার , ঢাকা শুনতে থাকুন সবখানে সবসময়
বাংলাদেশ বেতার, চট্টগ্রাম কেন্দ্র একটি মধ্যম তরঙ্গ এবং একটি এফএম ট্রান্সমিটারের মাধ্যমে প্রতিদিন ২৩ ঘণ্টা ২০ মিনিট অনুষ্ঠান প্রচার করছে। প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান ‘আলোকপাত’, ফোন-ইন অনুষ্ঠান ‘দূরালাপন’, বিশ্বসংগীত, সংগীত, নাটক, কৃষি, শিক্ষা, জনস্বাস্থ্য, নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান, উপজাতীয় অনুষ্ঠান- ‘পাহাড়িকা’, মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠান- ‘অহংকারে চির জাগ্রত’সহ শিক্ষা, তথ্য, বিনোদন ও উদ্বুদ্ধকরণমূলক অনুষ্ঠানের পাশাপাশি প্রতি ঘণ্টার জাতীয় সংবাদ, নিজস্ব ৩টি আঞ্চলিক বাংলা সংবাদ, একটি ইংরেজি সংবাদ এবং চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষায় সংবাদ পরিবেশিত হয়। মিটার ব্যান্ড ১০০ কিলোওয়াট মধ্যম তরঙ্গ, ৮৭৩ কিলোহার্জ ও এফএম ১০৫.৪ মেগাহার্জে বিবিসি, ডয়েচে ভেলে, এন এইচ কে ও চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান প্রচার করা হয়। আগ্রাবাদস্থ বাংলাদেশ বেতার, চট্টগ্রাম কেন্দ্রটি ১৯৬২ সালে পরীক্ষামূলকভাবে সম্প্রচার কার্যক্রম শুরু করা হয়। কেন্দ্রটি ১৯৬৩ সালের ১ মার্চ উদ্বোধন করা হয় এবং ১৯৬৪ সালের ২৭ অক্টোবর থেকে অনুষ্ঠান প্রচার শুরু হয়। বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র এ.এম ট্রান্সমিটারের মাধ্যমে প্রতিদিন ১৪.৪০ ঘন্টা বিভিন্ন অনুষ্ঠান যেমন: বিনোদন, নাটিকা, সংবাদ ইত্যাদি এবং এফ এম ট্রান্সমিটারের মাধ্যমে ডয়েচভেলে, বিবিসি, জার্মান ও চায়নার অনুষ্ঠান রীলেসহ মোট ৮ ঘন্টা অনুষ্ঠান সম্প্রচার করা হয়ে থাকে।