বাংলাদেশ বেতার , ঢাকা শুনতে থাকুন সবখানে সবসময়
মাননীয় প্রধানমন্ত্রী ২০১৮ সালের ১লা নভেম্বর বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ উদ্বোধন করেন। অফিসটি সরকারের রাজস্ব খাতভূক্ত করার প্রক্রিয়া চলমান। বর্তমানে সংযুক্তির মাধ্যমে কিছু জনবল পদায়ন করা হয়েছে । বর্তমানে দুই অধিবেশনে মোট ছয় ঘন্টা সম্প্রচার (সকাল ৮-১১ টা এবং বিকাল ৫ হতে রাত ৮ টা) কার্যক্রম চলে এফ. এম ৯২.০০ মেগাহার্জে। বাংলাদেশ বেতারের এই আঞ্চলিক অফিসটি বৃহত্তর ফরিদপুর অঞ্চলের উন্নয়ন সম্প্রচার,উন্নয়ন যোগাযোগ,শিক্ষা,স্বাস্থ্য ও সাংস্কৃতিক বিকাশ তথা জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখবে ।