বাংলাদেশ বেতার , ঢাকা শুনতে থাকুন সবখানে সবসময়

বাংলাদেশ বেতার রংপুর এর অনুষ্ঠান বিভাগে স্বাগতম

প্রচারিত অনুষ্ঠান - রংপুর কেন্দ্র
  • এখন :

  • পরবর্তী :

সাংবাদ প্রচার সময়
  • ভোর ৬-৫০: আবহাওয়াবার্তা
  • সকাল ৭-০০: বাংলা সংবাদ
  • সকাল ৮-০০: ইংরেজী সংবাদ
  • সকাল ৯-০০: বাংলা সংবাদ

বাংলাদেশ বেতার, রংপুর কেন্দ্র একটি মিডিয়াম ওয়েভ এবং একটি এফএম ট্রান্সমিটারের মাধ্যমে ২৩ ঘণ্টা ২০ মিনিট অনুষ্ঠান প্রচার করছে। শিক্ষা, স্বাস্থ্য, গণশিক্ষা, শিশু ও নারী, ক্রীড়া, গান, নাটকসহ বিভিন্ন বিষয়ে অনুষ্ঠান প্রচারের পাশাপাশি প্রতি ঘন্টার জাতীয় সংবাদ ও ৩টি নিজস্ব আঞ্চলিক সংবাদ প্রচারিত হয় এ কেন্দ্র থেকে। এ কেন্দ্রের বিশেষ বিশেষ অনুষ্ঠানসমূহ হলো প্রাত্যহিক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান ‘সম্ভার’, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের অনুষ্ঠান ‘মহুয়া’, স্বাস্থ্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ‘স্বাস্থ্য জিজ্ঞাসা’, ইত্যাদি। মিটার ব্যান্ড ১০ কিলোওয়াট মধ্যম তরঙ্গ, ১০৫৩ কিলোহার্জ ও এফএম ১০৫.৪ মেগাহার্জে বি বি সি, ডয়েচে ভেলে, এন এইচ কে ও রংপুর কেন্দ্রের অনুষ্ঠান প্রচার করা হয়। বাংলাদেশ বেতার, রংপুর কেন্দ্রটি (বর্তমানে এএম সম্প্রচার প্রেরণ কেন্দ্র, উত্তম) ১৬-নভেম্বর/১৯৬৭ ইং তারিখে এবং পরবর্তী সময়ে ১৪-এপ্রিল/১৯৮৫ ইং সালে ধাপ ইঞ্জিনিয়ার পাড়া, রংপুর শহরের প্রাণ কেন্দ্রে প্রচার ভবন নির্মাণের পর থেকে স্বয়ংসম্পূর্ণ বেতার কেন্দ্র হিসাবে সম্প্রচার কাজে ব্যবহৃত হয়ে আসছে। বাংলাদেশ বেতার, রংপুর কেন্দ্র থেকে বর্তমানে দুটি অধিবেশন এবং দুটি মাধ্যমে (এএম এবং এফএম ব্যান্ডে) প্রতিদিন ২২ঘন্টা-১৫মিঃ স্থানীয় অন্ষ্ঠুান ও সংবাদ, জাতীয় অনুষ্ঠান ও সংবাদ, বিবিসি’র বাংলা অনুষ্ঠান ও সংবাদ এবং ডয়েস এ ভেলে জার্মানী’র বাংলা অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচার করা হয়। স্থানীয় অনুষ্ঠানের মধ্যে নাটক, কথিকা, কৃষি বিষয়ক কথিকা/সংবাদ, স্থানীয় সংবাদসহ বিনোদনমূলক বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং ফোন ইন সরাসরি অনুষ্ঠান এ কেন্দ্রের প্রিয় অনুষ্ঠান।

২৭-০৪-২০১৪ ইং

সকল তালিকাভূক্ত শিল্পীদের অবগতির জন্য জানানো হচ্ছে যে এখন থেকে তাদের সকল রেকর্ডিং শিডিউল,প্রচার শিডিউল সহ সকল তথ্য বাংলাদেশ বেতারের অনুষ্ঠান বিভাগের ওয়েবে দেখা যাবে


  • Supervised by -
  • Director, Bangladesh Betar Dhaka
    31 Syed Mahbub Murshed avenue
    Sher-E-Bangla Nagar, Agargaon, Dhaka-1207.
  • Ph: +88-02-44813201
  • Ph : +88-02-44813202

  • Maintained by -
  • Mohammed Nasimul Kamal
    Director, Bangladesh Betar Dhaka
    Bangladesh Betar, 31 Syed Mahbub Murshed avenue
    Sher-E-Bangla Nagar, Agargaon, Dhaka-1207
    Ph: +88-02-44813204
  • E-Mail: info@betarprogram.org
২০২১-২০২২ © বাংলাদেশ বেতার - ঢাকা।