বাংলাদেশ বেতার , ঢাকা শুনতে থাকুন সবখানে সবসময়
বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্র একটি মধ্যম তরঙ্গ এবং একটি এফএম ট্রান্সমিটারের মাধ্যমে প্রতিদিন ২৩ ঘণ্টা ২০ মিনিট অনুষ্ঠান প্রচার করছে। শিক্ষা, স্বাস্থ্য, গণশিক্ষা, শিশু ও নারী, ক্রীড়া, গান, নাটকসহ বিভিন্ন অনুষ্ঠান প্রচারের পাশাপাশি প্রতি ঘণ্টার জাতীয় সংবাদ ও নিজস্ব ৩টি আঞ্চলিক বাংলা সংবাদ প্রচারিত হয়। এ কেন্দ্র থেকে। উল্লেখযোগ্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে, মণিপুরীদের জন্য অনুষ্ঠান-‘মৃদঙ্গ’, মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠান- ‘অহঙ্কারে চির জাগ্রত’, সিলেটের আঞ্চলিক ভাষায় ম্যাগাজিন অনুষ্ঠান-‘সুরমা পারের কথা’ এবং ম্যাগাজিন অনুষ্ঠান-‘বিচিত্রা’। মিটার ব্যান্ড- ২০ কিলোওয়াট মধ্যম তরঙ্গ, ৯৬৩ কিলোহাজর্ ও এফএম ১০৫ মেগাহার্জে বি বি সি, ডয়েচে ভেলে, এন এইচ কে ও সিলেট কেন্দ্রের অনুষ্ঠান প্রচার করা হয়। বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্র ১৯৫৮ সালে ২ কিঃওঃ ট্রান্সমিটার এর সাহায্যে ১৯৬১ সালের ১ সেপ্টেম্বর সম্প্রচার (রীলে) কার্যক্রম শুরু করে। পরবর্তী কালে ১৯৬৭ সালের ২৭ অক্টোবর নিজস্ব অনুষ্ঠান শুরু হয। ১৯৭৮ সালের ২২ নভেম্বর ১০+১০= ২০ কিঃ ওঃ এ উন্নীত করা হয় এবং মীরের ময়দানস্থ একটি বাড়িতে প্রচার ভবনের কার্যক্রম শুরু হয়। ১৯৮২ সালে মীরের ময়দানে স্টুডিও ব্লক ও প্রশাসনিক ভবন নির্মানের মাধ্যমে অদ্যবধি অনুষ্ঠান প্রচার হয়ে আসছে। এ কেন্দ্রটি বর্তমানে সিলেট অঞ্চলের সাহিত্য, সংস্কৃতি, কৃষি, শিক্ষা, স্বাস্থ ও পরিবার পরিকল্পনা সহকারী উন্নয়ন কর্মকা- প্রচার করে থাকে। নিজস্ব অনুষ্ঠান ছাড়া ও জাতীয় অনুষ্ঠান এবং ঢাকা থেকে প্রচারিত সংবাদ রীলে করে থাকে।