বাংলাদেশ বেতার , ঢাকা শুনতে থাকুন সবখানে সবসময়

বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও এর অনুষ্ঠান বিভাগে স্বাগতম

প্রচারিত অনুষ্ঠান - ঠাকুরগাঁও কেন্দ্র
  • এখন :

  • পরবর্তী :

সাংবাদ প্রচার সময়
  • ভোর ৬-৫০: আবহাওয়াবার্তা
  • সকাল ৭-০০: বাংলা সংবাদ
  • সকাল ৮-০০: ইংরেজী সংবাদ
  • সকাল ৯-০০: বাংলা সংবাদ

অনুষ্ঠান শাখা


ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড হতে প্রায় ৫ কিঃমিঃ উত্তরে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাশে অবস্থিত বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও। ১১ নভেম্বর, ১৯৮৮ খ্রিস্টাব্দে প্রায় ২৯.৫৬ একর জমির উপর স্থাপিত এই প্রতিষ্ঠানটি শুধুমাত্র রিলে কেন্দ্র হিসেবে কাজ শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই স্থানীয় জনগণ কেন্দ্রটিকে একটি পূর্ণাঙ্গ কেন্দ্র হিসেবে গড়ে তোলা ও নিজস্ব অনুষ্ঠান সম্প্রচারের পক্ষে জোর দাবী জানিয়ে আসছিলেন। গণমানুষের দাবীর সাথে সহমত হয়ে ১৯৯৬ সালের ২৮ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশনের ঠাকুরগাঁও প্রেরণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেন যে ১ মার্চ ১৯৯৭ খ্রিস্টাব্দ থেকে বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও নিজস্ব অনুষ্ঠান প্রচার শুরু করবে। তাঁর সেই প্রতিশ্রæতির বাস্তব রূপ দিতে প্রতিশ্রæত দিনেই তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী কেন্দ্রটির শুভ উদ্বোধন করেন। ১ মার্চ, ১৯৯৭ খ্রিস্টাব্দে ২ ঘণ্টার অনুষ্ঠানের মধ্য দিয়ে এটির নিজস্ব অনুষ্ঠান প্রচার কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী জেলার গণমানুষের জন্য বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও সংবাদ, শিক্ষা, তথ্য ও বিনোদনের একমাত্র ইলেক্ট্রনিক্স মিডিয়া হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এলাকার কৃষ্টি ও সংস্কৃতি ধারণ ও লালন করার ক্ষেত্রে বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও অগ্রগণ্য ভূমিকা পালন করে আসছে।

বর্তমানে মধ্যম তরঙ্গে ৩০০.৩০ মিটারে ৯৯৯ কিলোহার্জে ৪ ঘণ্টার নিজস্ব অনুষ্ঠান প্রচারিত হয়। স্থানীয় সংবাদ প্রচার শুরু হয় ৩১ আগস্ট ২০০৭ খ্রিস্টাব্দ থেকে। মধ্যম তরঙ্গ সম্প্রচারের পাশাপাশি পরীক্ষামূলকভাবে এফএম কার্যক্রম চালু হয় ২০১০ খ্রিস্টাব্দের ০১ জানুয়ারি থেকে। এ কেন্দ্র থেকে বিবিসি বাংলা সংবাদ প্রচারিত হচ্ছে ২০১৪ খ্রিস্টাব্দের ১ ফেব্রæয়ারি থেকে।

বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও হতে প্রতিদিন ১৩ ঘণ্টার অনুষ্ঠান প্রচার করা হয় - মধ্যম তরঙ্গ ও এফএম এ নিজস্ব অনুষ্ঠান ৭.৫০ ঘণ্টা, জাতীয় অনুষ্ঠান (ঢাকা কেন্দ্র থেকে সমগ্র বাংলাদেশে একযোগে প্রচারিত) ৪ ঘণ্টা এবং বিবিসি বাংলা সংবাদ ০২ ঘণ্টা। মধ্যম তরঙ্গে নিজস্ব অনুষ্ঠান প্রচারিত হয় প্রতিদিন দুপুর ২ টা ৫০ মিনিট হতে সন্ধ্যা ৬ টা ৫০ মিনিট পর্যন্ত । এফএম ৯২ মেগাহার্জে ৩.৫০ ঘণ্টার নিজস্ব অনুষ্ঠান প্রচারিত হয় সকাল ০৭ টা থেকে ০৭ টা ৩০ মিনিট পর্যন্ত এবং রাত ০৭ টা থেকে ০৭ টা ৩০ এবং ৮ টা থেকে ১০ টা ৩০ মিনিট পর্যন্ত । জাতীয় অনুষ্ঠান মধ্যম তরঙ্গে সন্ধ্যা ৬ টা ৫০ মিনিট হতে রাত ১১ টা পর্যন্ত রিলে করে শোনানো হয়। এফএম ৯২ মেগাহার্জে প্রতিদিন সকাল ৬ টা ৩০ মিনিট, ৭টা ৩০ মিনিট , সন্ধ্যা ৭টা ৩০ মিনিট ও রাত ১০টা ৩০ মিনিটে মোট ৪ টি ¯øটে বিবিসি বাংলা সংবাদ প্রচারিত হয়।

বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও কেন্দ্র থেকে বাণীবদ্ধকৃত ও সরাসরি দুই ধরণের অনুষ্ঠানই সম্প্রচার করা হয়। এ কেন্দ্রে বিভিন্ন শিল্পী, কলাকুশলী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠান করতে আসেন। অনুষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী কোন গান কিংবা আলোচনা অনুষ্ঠানের পান্ডুলিপি প্রথমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হতে অনুমোদন করে নিতে হয়। অনুমোদিত পান্ডুলিপি রেকর্ড করার জন্য স্টুডিওতে যেতে হয়। এরপর দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী কনসোল এর মাধ্যমে অনুষ্ঠান রেকর্ড করেন এবং তা সংরক্ষণ করেন। পরে প্রচার তারিখ অনুযায়ী নির্ধারিত সময়ে অনুষ্ঠান প্রচার করা হয়ে থাকে। শ্রোতারা রেডিও সেট কিংবা মোবাইলে এফএম তরঙ্গের মাধ্যমে অনুষ্ঠান শুনতে পারেন।

বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও কেন্দ্র থেকে তথ্যমূলক, শিক্ষামূলক , বিনোদনমূলক, বিশেষ গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠান, শ্রোতাদের অংশগ্রহণমূলক অনুষ্ঠান এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ের উপর তথ্যমূলক গ্রন্থিত অনুষ্ঠান, আলোচনা, বার্ষিকী, সংকলন সহ বিভিন্ন ফরমেটে সাধারণ অনুষ্ঠান প্রচার করা হয়। এছাড়া বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও হতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জনগুরুত্বপূর্ণ ভাষণ, মন্ত্রিসভার শপথ গ্রহন, সংসদের অধিবেশন সমূহ সরাসরি সম্প্রচার করা হয়। এর বাহিরেও স্থানীয় মন্ত্রী কিংবা সাংসদ অথবা ঠাকুরগাঁও এ সফররত কোন মন্ত্রীর বা ভিআইপির বক্তব্য রেকর্ড করে “সংবাদ তরঙ্গ” আকারে প্রচার করা হয়ে থাকে।

মধ্যম ও এফএম তরঙ্গ ছাড়াও ফেইসবুক এবং ইউটিউবে সরাসরি বেশকিছু অনুষ্ঠান উপভোগ করতে পারছেন। চিঠি লেখার পাশাপাশি এসএমএস, ই-মেইল ও ফেসবুক ফ্যান পেইজের মাধ্যমে মতামত পাঠাচ্ছে তারা। তাৎক্ষণিক সেসব মতামত প্রচারও করা হচ্ছে অনুষ্ঠানে।

এরইমধ্যে বেতার সম্প্রচারে তথ্য প্রযুক্তির ব্যবহারের স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি। ২০১৪ ও ২০১৫ সালে ডিজিটাল উদ্ভাবনী মেলায় ঠাকুরগাঁও জেলায় প্রথম হয় বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও। বেতারকে এলাকার ঘরে ঘরে পৌঁছে দিতে কেন্দ্রের সবার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


প্রশাসনিক কাঠামোঃ

বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও এর অনুষ্ঠান শাখার প্রশাসনিক কাঠামো নিম্নরুপ।

 

                                      আঞ্চলিক পরিচালক (০১ জন)

                                                           !

                                      উপ-আঞ্চলিক পরিচালক (০১) 

                 ------------------------------------------------------------- 

                !                                                                            !

     সহকারী পরিচালক (০১)                                    সহকারী পরিচালক(০২)

ফোনে যুক্ত হতে : ০১৭৬-০৩৪০২১৫
এসএমএস করতে: ০১৭৯২-৮৩৩৭৫৫, ০১৭৩-০২৪০০৩৭

অনুষ্ঠান ফেসবুক পেইজ অনুষ্ঠান ফেসবুক পেইজ
অনির্বাণ fb.com/ob.bbt উপহার fb.com/upo.bbt
রুপালী ছন্দ fb.com/rc.bbt কিষাণ মাটি দেশ fb.com/kmd.bbt
আলাপন fb.com/ap.bbt উত্তরাচল fb.com/ut.bbt
প্রিয় জন্মভূমি fb.com/pj.bbt আইন ও আদালত fb.com/ain.bbt
কল্লোল fb.com/kl.bbt বিজ্ঞান ও প্রযুক্তি fb.com/bp.bbt
মাটির সূর fb.com/mt.bbt উপশম fb.com/up.bbt
মনিহার fb.com/mn.bbt আলোকিত জীবন fb.com/aj.bbt
সীমানা পেরিয়ে fb.com/sp.bbt রঙ্গরস fb.com/rn.bbt
ধীমান fb.com/dm.bbt নববিভা fb.com/nv.bbt
অনুরাগের সূর fb.com/or.bbt গল্প fb.com/glp.bbt

বিভিন্ন অনুষ্ঠানের ই-মেইল ঠিকানা

সব অনুষ্ঠানের সাধারণ ইমেইল এড্রস - bbthk@yahoo.com

অনুষ্ঠান ইমেইল এড্রেস অনুষ্ঠান ইমেইল এড্রেস
ধীমান dheeman92.bbth@gmail.com রঙ্গরস rongoros92.bbth@gmail.com
নববিভা nobobiva92.bbth@gmail.com

  • Supervised by -
  • Director, Bangladesh Betar Dhaka
    31 Syed Mahbub Murshed avenue
    Sher-E-Bangla Nagar, Agargaon, Dhaka-1207.
  • Ph: +88-02-44813201
  • Ph : +88-02-44813202

  • Maintained by -
  • Mohammed Nasimul Kamal
    Director, Bangladesh Betar Dhaka
    Bangladesh Betar, 31 Syed Mahbub Murshed avenue
    Sher-E-Bangla Nagar, Agargaon, Dhaka-1207
    Ph: +88-02-44813204
  • E-Mail: info@betarprogram.org
২০২১-২০২২ © বাংলাদেশ বেতার - ঢাকা।